ইয়োব 37:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 এই কারণ মনুষ্যগণ তাঁহাকে ভয় করে, তিনি বিজ্ঞচিত্তদের মুখাপেক্ষা করেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 এই কারণ মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, তিনি বিজ্ঞচিত্তদের মুখাপেক্ষা করেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তাই, লোকজন তাঁকে গভীর শ্রদ্ধা করে, কারণ যারা অন্তরে জ্ঞানী, তাদের জন্য কি তাঁর মনে কদর নেই?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 সেই জন্যই লোকে তাঁকে সম্ভ্রম করে, যারা নিজেদের জ্ঞানী মনে করে তাদের তিনি গ্রাহ্য করেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 এ কারণ মনুষ্যগণ তাঁহাকে ভয় করে, তিনি বিজ্ঞচিত্তদের মুখাপেক্ষা করেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 সেই জন্যই লোকে ঈশ্বরকে শ্রদ্ধা করে। কিন্তু যারা নিজেদের জ্ঞানী মনে করে ঈশ্বর সেই অহঙ্কারীদের প্রতি মনোযোগ দেন না।” অধ্যায় দেখুন |