ইয়োব 37:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 শুন শুন, ঐ তাঁহার রবের নির্ঘোষ, ঐ তাঁহার মুখ হইতে নির্গত স্বর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 শোন শোন, ঐ তাঁর গর্জনের শব্দ, ঐ তাঁর মুখ থেকে বের হওয়া স্বর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 শুনুন! তাঁর কণ্ঠস্বরের গর্জন শুনুন, সেই হুংকার শুনুন যা তাঁর মুখ থেকে বের হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 শুনুন, তাঁর বজ্রকণ্ঠের নিনাদ, তাঁর মুখের গুরুগর্জন শুনুন! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 শুন শুন, ঐ তাঁহার রবের নির্ঘোষ, ঐ তাঁহার মুখ হইতে নির্গত স্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 প্রত্যেকে শুনুন! ঈশ্বরের কণ্ঠস্বর বজ্রের মত শোনায়। ঈশ্বরের মুখ থেকে যে বজ্রময় ধ্বনি নির্গত হয়, তা শুনুন। অধ্যায় দেখুন |