Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 37:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 আরও ঈশ্বর ঘন মেঘে জল ভরেন, আপন বিজলির মেঘ বিস্তার করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 এছাড়া, আল্লাহ্‌ ঘন মেঘ পানিতে পূর্ণ করেন, তাঁর বিদ্যুতের মেঘ বিস্তার করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 মেঘরাশিতে তিনি আর্দ্রতা ভরে দেন; তাদের মাধ্যমে তিনি তাঁর বিজলি ছড়িয়ে দেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তিনি ঘন মেঘকে জলে ভারাক্রান্ত করেন মেঘরাশি ছড়ায় তাঁর বিদ্যুৎশিখা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আরও ঈশ্বর ঘন মেঘে জল ভরেন, আপন বিজলির মেঘ বিস্তার করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 ঈশ্বর মেঘকে জলে পূর্ণ করেন এবং মেঘের ভেতর থেকে বিদ্যুৎ পাঠান।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 37:11
9 ক্রস রেফারেন্স  

তিনি কথা কহিতেছেন, এমন সময়ে দেখ, একখানি উজ্জ্বল মেঘ তাঁহাদিগকে ছায়া করিল, আর দেখ, সেই মেঘ হইতে এই বাণী হইল, ‘ইনিই আমার প্রিয় পুত্র, ইহাঁতেই আমি প্রীত, ইহাঁর কথা শুন’।


কেননা সদাপ্রভু আমাকে এই কথা বলিয়াছেন, নির্মল আকাশে সতেজ রৌদ্রের ন্যায়, শস্যছেদনের গ্রীষম-সময়ে কুয়াসাযুক্ত মেঘের ন্যায়, আমি ক্ষান্ত হইব, আপন বাসস্থানে থাকিয়া নিরীক্ষণ করিব।


তিনি আপন অঞ্জলি বিদ্যুতে পূর্ণ করেন, তাহাকে লক্ষ্য বিঁধিবার আজ্ঞা দেন।


তিনি স্বীয় নিবিড় মেঘে জল বদ্ধ করেন, তথাপি জলধর তাহার ভারে বিদীর্ণ হয় না।


যখন তিনি বৃষ্টির নিয়ম নিরূপণ করিলেন, বিদ্যুৎ ও মেঘগর্জনের পথ স্থির করিলেন,


তিনি সমস্ত আকাশের নিচে তাহা পাঠান, পৃথিবীর অন্ত পর্যন্ত আপন বিদ্যুৎ চালান।


আপনি কি জানেন, ঈশ্বর কিরূপে এই সকলের উপরে ভার রাখেন, আর আপনি মেঘের দীপ্তি বিরাজমান করেন?


তাহাতে আহাব ভোজন পান করিতে উঠিয়া গেলেন। আর এলিয় কর্মিলের শৃঙ্গে উঠিলেন; এবং ভূমির দিকে নত হইয়া আপন মুখ দুই জানুর মধ্যে রাখিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন