ইয়োব 36:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তবে তিনি দেখাইয়া দেন তাহাদের ক্রিয়া, ও তাহাদের অধর্ম সকল, যাহা সগর্বে করিয়াছে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তবে তিনি দেখিয়ে দেন তাদের কাজ, ও তাদের সমস্ত অধর্ম, যা সগর্বে করেছে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 ঈশ্বর তখন তাদের বলে দেন যে তারা কী করেছে— যে তারা অহংকারভরে পাপ করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তখন ঈশ্বর তাদের দুষ্কর্ম, তাদের অপরাধ ও দম্ভ দেখিয়ে দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তবে তিনি দেখাইয়া দেন তাহাদের ক্রিয়া, ও তাহাদের অধর্ম্ম সকল, যাহা সগর্ব্বে করিয়াছে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তারা কি করেছিলো তা ঈশ্বর ওদের বলবেন। ওরা কি পাপ করেছিলো তা ঈশ্বর ওদের বলবেন। ঈশ্বর ওদের বলবেন যে ওরা ভীষণ অহঙ্কারী ছিলো। অধ্যায় দেখুন |