ইয়োব 36:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তিনি ধার্মিকদের হইতে চক্ষু ফিরান না; কিন্তু সিংহাসনে উপবিষ্ট রাজগণের সঙ্গে তাহাদিগকে চিরকালের তরে বসান, তাহারা উন্নত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তিনি ধার্মিকদের থেকে চোখ ফিরিয়ে নেন না; কিন্তু সিংহাসনে উপবিষ্ট বাদশাহ্দের সঙ্গে তাদেরকে চিরকালের তরে বসান, তারা উন্নত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তিনি ধার্মিকদের উপর থেকে তাঁর দৃষ্টি সরিয়ে নেন না; রাজাদের সঙ্গে তিনি তাদের সিংহাসনে বসান ও চিরকাল তাদের মহিমান্বিত করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তিনি ধার্মিকদের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেন না, রাজাদের মতই তাদের রাজত্ব করতে দেন, তাদের চিরগৌরবান্বিত করেন তিনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তিনি ধার্ম্মিকদের হইতে চক্ষু ফিরান না; কিন্তু সিংহাসনোপবিষ্ট রাজগণের সঙ্গে তাহাদিগকে চিরকালতরে বসান, তাহারা উন্নত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যারা সৎপথে জীবনযাপন করে ঈশ্বর তাদের ওপর নজর রাখেন। তিনি সৎ লোকদেরই শাসক হতে দেন। সৎ লোকদেরই ঈশ্বর চির দিনের জন্য সম্মান দেন। অধ্যায় দেখুন |