ইয়োব 36:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 মেঘমালার বিস্তারণ কেহ কি বুঝিতে পারে? তাঁহার চন্দ্রাতপের গর্জন কে বুঝে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 মেঘমালার বিস্তারণ কেউ কি বুঝতে পারে? তাঁর বজ্রের গর্জন কে বোঝে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 কে বুঝতে পারে কীভাবে তিনি মেঘরাশি ছড়িয়ে দেন, কীভাবে তিনি তাঁর শামিয়ানা থেকে বজ্রধ্বনি করেন? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 কেউ জানে না আকাশে কি করে হয় মেঘের সঞ্চার, ঈশ্বরের নিবাস আকাশে কি করে বজ্রধ্বনি হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 মেঘমালার বিস্তারণ কেহ কি বুঝিতে পারে? তাঁহার চন্দ্রাতপের গর্জ্জন কে বুঝে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 কেমন করে ঈশ্বর মেঘকে ছড়িয়ে দেন, কেমন করে আকাশে বজ্র খেলে যায় তা কেউই জানে না, বুঝতে পারে না। অধ্যায় দেখুন |