ইয়োব 36:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 যখন ক্রোধ আছে, সাবধান যেন আত্মপ্রাচুর্য দ্বারা ভ্রান্ত না হন, প্রায়শ্চিত্তের মহত্ত্ব আপনাকে ভ্রান্ত না করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 সাবধান ক্রোধ আপনাকে উপহাসের পাত্র থেকে প্রলোভিত না করুক, কাফ্ফারার মহত্ব আপনাকে ভ্রান্ত না করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 সাবধান, কেউ যেন ধন দ্বারা আপনাকে প্রলুব্ধ করতে না পারে; বিপুল পরিমাণ ঘুস যেন আপনাকে বিপথগামী করে না তোলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সাবধান, রাগের বশে আপনি যেন ঈশ্বরকে উপহাস করবেন না, ধনসম্পদের প্রাচুর্য যেন আপনাকে বিপথে নিয়ে না যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 যখন ক্রোধ আছে, সাবধান যেন আত্মপ্রাচুর্য্য দ্বারা ভ্রান্ত না হন, প্রায়শ্চিত্তের মহত্ত্ব আপনাকে ভ্রান্ত না করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 ইয়োব, সম্পদের দ্বারা আপনি নির্বোধ হয়ে যাবেন না। অর্থ যেন আপনার মনের পরিবর্তন না করে। অধ্যায় দেখুন |