ইয়োব 35:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 উপদ্রবের বাহুল্যে লোকে ক্রন্দন করে, বলবানদের বাহু প্রযুক্ত ত্রাহি ত্রাহি করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 উপদ্রবের বাহুল্যে লোকে কান্নাকাটি করে, বলবানদের হাত থেকে রক্ষা পাবার জন্য মিনতি করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 “অত্যাচারের ভার দুঃসহ হলে লোকজন আর্তনাদ করে; শক্তিশালীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সনির্বন্ধ মিনতি জানায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 অত্যাচার অত্যধিক হলে লোকে আর্তনাদ করে শক্তের কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা সাহায্য ভিক্ষা করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 উপদ্রবের বাহুল্যে লোকে ক্রন্দন করে, বলবানদের বাহু প্রযুক্ত ত্রাহি ত্রাহি করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 “যদি মন্দ লোকরা আহত হয় তারা সাহায্যের জন্য চিৎকার করে। তারা শক্তিশালী লোকের কাছে যায় এবং তাদের কাছে সাহায্য প্রার্থনা করে। অধ্যায় দেখুন |