Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 34:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

36 ইয়োবের পরীক্ষা শেষ পর্যন্ত হইলেই ভাল, কেননা তিনি অধার্মিকদের ন্যায় উত্তর করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 আইউবের পরীক্ষা শেষ পর্যন্ত হলেই ভাল, কেননা তিনি অধার্মিকদের মত জবাব দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 ওহো, একজন দুষ্টলোকের মতো উত্তর দেওয়ার জন্য যদি ইয়োবের চরম পরীক্ষা নেওয়া যেত!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 ইয়োবের কথাবার্তা যদি আগাগোড়া বিচার বিবেচনা করা যায় তাহলে দেখা যাবে তিনি দুষ্টলোকদের মতই কথা বলছেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 ইয়োবের পরীক্ষা শেষ পর্য্যন্ত হইলেই ভাল, কেননা তিনি অধার্ম্মিকদের ন্যায় উত্তর করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 আমি আশা করি ইয়োবকে সম্পূর্ণরূপে পরীক্ষা করা হবে। কেন? কারণ ইয়োব আমাদের সেই ভাবেই উত্তর দিয়েছেন, যে ভাবে একজন মন্দ লোক উত্তর দেয়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 34:36
10 ক্রস রেফারেন্স  

দেখ, যাহারা স্থির রহিয়াছে, তাহাদিগকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ; প্রভুর পরিণামও দেখিয়াছ, ফলতঃ প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়।


সদাপ্রভু, আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম ও চিত্ত নির্মল কর।


তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ, তুমি আমাকে কষিয়াছ, কিছু পাও নাই; আমি স্থির করিলাম, আমার মুখ পাপ করিবে না।


সর্বশক্তিমান হইতে কেন সময় নিরূপিত হয় না? যাহারা তাঁহাকে জানে, তাহারা কেন তাঁহার দিন দেখিতে পায় না?


ঈশ্বরই আমার হৃদয় মূর্ছিত করিয়াছেন, সর্বশক্তিমান আমাকে বিহ্বল করিয়াছেন,


তুমি কি প্রাক্কালের সেই পথ ধরিবে, যাহার পথিকগণ দুর্জন ছিল?


দুর্জনেরা কেন জীবিত থাকে, কেন বৃদ্ধ হয়, আবার ঐশ্বর্যে বীর্যবান হয়?


দস্যুদের তাম্বু শান্তিযুক্ত, ঈশ্বরের ক্রোধজনকেরা নির্বিঘ্নে থাকে, ঈশ্বর তাহাদের হস্তে ধন দেন।


বস্তুতঃ তিনি পাপে অধর্ম যোগ করেন, তিনি আমাদের মধ্যে হাততালি দেন, আর তিনি ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন