Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 34:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

35 ইয়োব জ্ঞানশূন্য হইয়া কথা কহিতেছেন, তাহার কথা বুদ্ধি বিবর্জিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 আইউব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন, তার কথা বুদ্ধি বিবর্জিত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 ‘ইয়োব অজ্ঞের মতো কথা বলছেন; তাঁর কথায় অন্তর্দৃষ্টির অভাব আছে।’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 ইয়োব অজ্ঞের মত কথা বলছেন, তাঁর বক্তব্য অন্তঃসার শূন্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 ইয়োব জ্ঞানশূন্য হইয়া কথা কহিতেছেন, তাঁহার কথা বুদ্ধিবিবর্জ্জিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 ‘ইয়োব জানে না সে কি বিষয়ে কথা বলছে। ইয়োব যা বলছে তা অর্থহীন!’

অধ্যায় দেখুন কপি




ইয়োব 34:35
6 ক্রস রেফারেন্স  

তাই ইয়োব অসার কথায় মুখ খুলিয়াছেন, তিনি না জানিয়াও অনেক কথা বলেন।


এ কে, যে জ্ঞানরহিত কথা দ্বারা মন্ত্রণাকে তিমিরাবৃত করে?


এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে? সত্য, আমি তাহাই বলিয়াছি, যাহা বুঝি নাই, যাহা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত।


জ্ঞানবান কি বায়ুবৎ জ্ঞানসহ উত্তর করিবে? সে কি পূর্বীয় বায়ুতে উদর পূর্ণ করিবে?


তোমরা যাহা জান, আমিও জানি, আমি তোমাদের হইতে নিকৃষ্ট নহি।


বুদ্ধিমান লোকেরা আমাকে বলিবেন, জ্ঞানবানেরা আমার কথা শুনিয়া বলিবেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন