Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 34:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

34 বুদ্ধিমান লোকেরা আমাকে বলিবেন, জ্ঞানবানেরা আমার কথা শুনিয়া বলিবেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 বুদ্ধিমান লোকেরা আমাকে বলবেন, জ্ঞানবানেরা আমার কথা শুনে বলবেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 “বিচারবুদ্ধিসম্পন্ন মানুষেরা ঘোষণা করবেন, যারা আমার কথা শুনেছেন সেই জ্ঞানবানেরা আমায় বলবেন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34 যে কোন বিচক্ষণ ব্যক্তি এ কথা স্বীকার করবেন, যে কোন জ্ঞানী ব্যক্তি আমার কথা শুনে বলবেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 বুদ্ধিমান লোকেরা আমাকে বলিবেন, জ্ঞানবানেরা আমার কথা শুনিয়া বলিবেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 একজন জ্ঞানী লোক আমার কথা শুনবে। একজন জ্ঞানী লোক বলবে,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 34:34
7 ক্রস রেফারেন্স  

আমি তোমাদিগকে বুদ্ধিমান জানিয়া বলিতেছি; আমি যাহা বলি, তোমরাই বিচার কর।


যদি আপনার বিবেচনা থাকে, তবে ইহা শুনুন, আমার বাক্যের রবে কর্ণপাত করুন।


অতএব, হে বুদ্ধিমানেরা, আমার কথা শুনুন, ইহা দূরে থাকুক যে, ঈশ্বর দুষ্কার্য করিবেন, সর্বশক্তিমান অন্যায় করিবেন।


আইসুন, যাহা ন্যায্য তাহাই মনোনীত করি, ভাল কি, আপনাদের মধ্যে নিশ্চয় করি।


হে বিজ্ঞেরা, আমার কথা শুনুন; হে জ্ঞানবানেরা, আমার বাক্যে কর্ণপাত করুন।


তাঁহার প্রতিফল দান কি আপনার ইচ্ছামতে হইবে যে, আপনি তাহা অগ্রাহ্য করিলেন? মনোনীত করা আপনার কর্ম, আমার নয়; অতএব আপনি যাহা জানেন, বলুন।


ইয়োব জ্ঞানশূন্য হইয়া কথা কহিতেছেন, তাহার কথা বুদ্ধি বিবর্জিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন