ইয়োব 34:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 পামর যেন রাজত্ব না করে, প্রজাগণকে ফাঁদে ফেলিতে যেন কেহ না থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 আল্লাহ্বিহীন লোক যেন রাজত্ব না করে, লোকদেরকে ফাঁদে ফেলতে যেন কেউ না থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 যেন অধার্মিকেরা শাসন করতে না পারে, ও প্রজাদের জন্য ফাঁদ বিছাতে না পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তখন দুরাচারী শাসকদের কবল থেকে কেউ প্রজাদের রক্ষা করতে পারে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 পামর যেন রাজত্ব না করে, প্রজাগণকে ফাঁদে ফেলিতে যেন কেহ না থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 একজন মন্দ ব্যক্তিকে লোকদের ওপর শাসন করবার থেকে ও লোকদের ধ্বংসের পথে এগিয়ে দেবার থেকে দূরে রাখবার জন্য ঈশ্বর মানুষ এবং দেশের ওপর শাসন করেন। অধ্যায় দেখুন |