Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 34:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

17 যে ন্যায়বিদ্বেষী, সে কি শাসন করিবে? আপনি কি ধর্মময় পরাক্রমীকে দোষী করিবেন?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 যে ন্যায়বিদ্বেষী, সে কি শাসন করবে? আপনি কি ধর্মময় পরাক্রমীকে দোষী করবেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 যে ন্যায়বিচার ঘৃণা করে সে কি শাসন করবে? আপনি কি ন্যায়পরায়ণ ও পরাক্রমী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করবেন?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 আপনারা কি ধার্মিক ও পরাক্রমশালী ঈশ্বরকে দোষী সাব্যস্ত করছেন? আপনারা কি মনে করেন তিনি ন্যায়বিদ্বেষী শাসক?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 যে ন্যায়বিদ্বেষী, সে কি শাসন করিবে? আপনি কি ধর্ম্মময় পরাক্রমীকে দোষী করিবেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 ঈশ্বর কি করে ন্যায় ও নিয়মকে ঘৃণা করতে পারেন? তাহলে আপনি কি করে ধার্মিক ও শক্তিশালী ঈশ্বরকে ভুল বলে অভিযুক্ত করতে পারেন?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 34:17
10 ক্রস রেফারেন্স  

তুমি কি সত্যই আমার বিচার অগ্রাহ্য করিবে? নিজে ধার্মিক হইবার জন্য আমাকে দোষী করিবে?


ইস্রায়েলের ঈশ্বর কহিয়াছেন, ইস্রায়েলের শৈল আমাকে বলিয়াছেন, যিনি মনুষ্যদের উপরে ধার্মিকতায় কর্তৃত্ব করেন, যিনি ঈশ্বর-ভয়ে কর্তৃত্ব করেন,


তবে আমরা কি বলিব? ঈশ্বরে কি অন্যায় আছে? তাহা দূরে থাকুক।


দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা, এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক; ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায়বিচার করিবেন না?


এই সকলেতে ইয়োব পাপ করিলেন না, এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না।


কিন্তু সরূয়ার পুত্র অবীশয় উত্তর করিলেন, এই জন্য কি শিমিয়ির প্রাণদণ্ড হইবে না যে, সে সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তিকে শাপ দিয়াছিল?


যদি আপনার বিবেচনা থাকে, তবে ইহা শুনুন, আমার বাক্যের রবে কর্ণপাত করুন।


রাজাকে কি বলা যায়, তুমি পাপাধম? রাজন্যবর্গকে কি বলা যায়, তোমরা দুষ্ট?


পামর যেন রাজত্ব না করে, প্রজাগণকে ফাঁদে ফেলিতে যেন কেহ না থাকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন