Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 33:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 দেখুন, আমার ভয়ানকতা আপনাকে ত্রাসযুক্ত করিবে না, আমার ভার আপনার দুর্বহ হইবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 দেখুন, আমার ভয়ানকতা আপনাকে ত্রাসযুক্ত করবে না, আমার ভার আপনার দুর্বহ হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 আমাকে ভয় করতে হবে না, বা আমার হাতও আপনার উপরে ভারী হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 সুতরাং আমাকে আপনার ভয় করার কোন কারণ নেই, আমার যুক্তি-তর্কের ভার আপনার পক্ষে দুর্বহ হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 দেখুন, আমার ভয়ানকতা আপনাকে ত্রাসযুক্ত করিবে না, আমার ভার আপনার দুর্ব্বহ হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ইয়োব, আমাকে ভয় পাবেন না। আমি আপনার প্রতি কঠোর হব না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 33:7
6 ক্রস রেফারেন্স  

তোমার হস্ত আমা হইতে দূরে সরাইয়া লও, তোমার ভীষণতা আমাকে ভীত না করুক;


তিনি আমার উপর হইতে আপনার দণ্ড দূর করুন, তাঁহার ভীষণতা আমাকে ব্যাকুল না করুক;


তোমার কোপাগ্নি আমার উপর দিয়া গিয়াছে; তোমার ত্রাস আমাকে উচ্ছেদ করিয়াছে।


কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল, আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল। [সেলা]


আপনি আমার কর্ণগোচরেই কথা কহিয়াছেন, আমি এই বাক্যের ধ্বনি শুনিতে পাইয়াছি,


কেননা তিনি আমার ন্যায় মনুষ্য নহেন যে, তাঁহাকে উত্তর দিই, যে, তাঁহার সহিত একই বিচারস্থানে যাইতে পারি;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন