Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 33:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

31 ইয়োব, অবধান করুন, আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি বলি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 আইউব, অবধান করুন, আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি বলি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 “হে ইয়োব, মনোযোগ দিন, ও আমার কথা শুনুন; নীরব থাকুন, ও আমাকে বলতে দিন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 ইয়োব,আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, আপনি নীরব থাকুন, আমাকে কথা বলতে দিন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 ইয়োব, অবধান করুন, আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি বলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 “ইয়োব, আমার দিকে মনোযোগ দিন; আমার কথা শুনুন। চুপ করুন এবং আমাকে কথা বলতে দিন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 33:31
7 ক্রস রেফারেন্স  

তোমরা কত কাল বাক্য ধরিতে জাল পাতিবে? বিবেচনা কর, পরে আমরা উত্তর করিব।


দেখুন, আমি আপনাদের কথার অপেক্ষা করিয়াছি; আপনাদের হেতুবাদে কান দিয়াছি, যাবৎ আপনারা কি বলিবেন, খুঁজিতেছিলেন।


তোমরা মন দিয়া আমার কথা শুন, তাহাই তোমাদের সান্ত্বনা দান হইবে।


বিনয় করি, আমার যুক্তি শ্রবণ কর, আমার ওষ্ঠাধরের তর্কে মন দেও।


যেন কূপ হইতে তাহার প্রাণ ফিরাইয়া আনেন, যেন সে জীবিতদের দীপ্তিতে দেদীপ্যমান হয়।


যদি আপনার কিছু বক্তব্য থাকে, উত্তর করুন, বলুন, কেননা আমি আপনাকে নির্দোষ করিতে চাই।


বাস্তবিক কে সদাপ্রভুর সভায় দাঁড়াইয়া দেখিয়াছে ও তাঁহার বাক্য শুনিয়াছে? কে আমার বাক্যে কর্ণ দিয়া তাহা শুনিতে পাইয়াছে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন