Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 33:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

29 দেখুন, ঈশ্বর এই সকল কার্য করেন, নরের সহিত দুই বার, তিন বার করেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 দেখুন, আল্লাহ্‌ এসব কাজ করেন, মানুষের সঙ্গে দু’বার, তিনবার করেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 “ঈশ্বর একজন লোকের সঙ্গে এসব কিছু করেন— দু-বার, এমনকি তিনবারও করেন—

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 দেখুন, ঈশ্বর মানুষের সঙ্গে বার বার এ রকম ব্যবহার করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 দেখুন, ঈশ্বর এক সকল কার্য্য করেন, নরের সহিত দুই বার, তিন বার করেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 “ঐ লোকটার জন্য ঈশ্বর বার বার এইসব করেছেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 33:29
10 ক্রস রেফারেন্স  

কারণ ঈশ্বরই আপন হিতসঙ্কল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী।


তাঁহাতেই করা যাইবে, যাঁহাতে আমরা ঈশ্বরের অধিকারস্বরূপও হইয়াছি। বাস্তবিক যিনি সকলই আপন ইচ্ছার মন্ত্রণানুসারে সাধন করেন, তাঁহার সঙ্কল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম;


এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক; তিনি সকলের মধ্যে সকল ক্রিয়ার সাধনকর্তা।


তিনি আপন ইচ্ছা সাধনার্থে তোমাদিগকে সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ব করুন, আপনার দৃষ্টিতে যাহা প্রীতিজনক, তাহা আমাদের অন্তরে, যীশু খ্রীষ্ট দ্বারা, সমপন্ন করুন; যুগে যুগে তাঁহার মহিমা হউক। আমেন।


আর যিনি আমাদিগকে ইহারই নিমিত্ত প্রস্তুত করিয়াছেন, তিনি ঈশ্বর, তিনি আমাদিগকে আত্মা বায়না দিয়াছেন।


আর তাঁহার যে কার্যসাধক শক্তি আমাতে পরাক্রমে নিজ কার্য সাধন করিতেছে, তদনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায়ে পরিশ্রমও করিতেছি।


তাহাতে ঈশ্বরের লোক যে স্থানের বিষয় বলিয়া তাঁহাকে সাবধান করিয়া দিতেন, সেই স্থানে ইস্রায়েলের রাজা সৈন্য পাঠাইয়া আপনাকে রক্ষা করিতেন; কেবল দুই একবার নয়;


এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে তিনবার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়।


আমি একবার কথা বলিয়াছি, আর উত্তর করিব না; দুই বার বলিয়াছি, পুনর্বার বলিব না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন