ইয়োব 33:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 ঈশ্বর একবার বলেন, বরং দুই বার, কিন্তু লোকে মন দেয় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আল্লাহ্ একবার বলেন, বরং দু’বার, কিন্তু লোকে মন দেয় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যেহেতু ঈশ্বর তো কথা বলেন—এখন একভাবে, তো তখন অন্যভাবে— যদিও কেউই তা হৃদয়ঙ্গম করে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ঈশ্বর বার বার কথা বলেন, তবুও মানুষ তাঁর কথায় কান দেয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 ঈশ্বর এক বার বলেন, বরং দুই বার, কিন্তু লোকে মন দেয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 হতে পারে ঈশ্বর যা করেন তিনি তার ব্যাখ্যা দেন। কিন্তু ঈশ্বর যে ভাবে কথা বলেন লোকে তা বোঝে না। অধ্যায় দেখুন |