Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 33:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

12 দেখুন, এই বিষয়ে আপনি যথার্থবাদী নহেন আমি আপনাকে উত্তর দিই কেননা মর্ত্য অপেক্ষা ঈশ্বর মহান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 দেখুন, এই বিষয়ে আপনি যথার্থবাদী নন— আমি আপনাকে জবাব দিই— কেননা মানুষের চেয়ে আল্লাহ্‌ মহান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 “কিন্তু আমি আপনাকে বলছি, এ বিষয়ে আপনি নির্ভুল নন, যেহেতু ঈশ্বর যে কোনো নশ্বর মানুষের চেয়ে মহান।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 কিন্তু আমি আপনাকে বলছি, আপনার এ কথা সত্য নয়, কারণ ঈশ্বর মানুষের চেয়ে মহান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 দেখুন, এ বিষয়ে আপনি যথার্থবাদী নহেন—আমি আপনাকে উত্তর দিই— কেননা মর্ত্ত্য অপেক্ষা ঈশ্বর মহান্‌।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 “কিন্তু ইয়োব, এ ক্ষেত্রে আপনি ভুল করেছেন। আমি প্রমাণ করবো যে আপনি ভুল করেছেন। কেন? কারণ, যে কোন লোকের চেয়ে ঈশ্বর মহান।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 33:12
20 ক্রস রেফারেন্স  

কিন্তু তোমরা বলিতেছ, ‘প্রভুর পথ সরল নয়’। হে ইস্রায়েল-কুল, একবার শুন; আমার পথ কি সরল নয়?


দেখুন, ঈশ্বর পরাক্রমী, তবু কাহাকেও তুচ্ছ করেন না; তিনি বুদ্ধিবলে পরাক্রমী।


সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল-কুল, তোমাদের সহিত আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতে পারি না? হে ইস্রায়েল-কুল, দেখ, যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা।


এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই, যে সৎকর্ম করে, পাপ করে না।


দোষগ্রাহী কি সর্বশক্তিমানের সহিত বিবাদ করিবে? ঈশ্বরের সহিত বিতর্ককারী ইহার উত্তর দিউক।


আমি আপনাকে উত্তর দিব, আপনার বন্ধুগণকেও সঙ্গে সঙ্গে উত্তর দিব।


আপনি কি ইহা ন্যায্য জ্ঞান করিতেছেন? আপনি কি বলিতেছেন, ঈশ্বরের দৃষ্টিতে আপনি ধার্মিক?


তিনি মনুষ্যের বিষয়ে দীর্ঘকাল চিন্তা করেন না, যখন সে ঈশ্বরের সম্মুখে বিচারস্থানে আইসে।


আমিও যথাসাধ্য উত্তর করিব, আমিও আপন মত প্রকাশ করিব।


দেখ, এই সকল তাহার মার্গের প্রান্ত; তাঁহার বিষয়ে কাকলীমাত্র শুনা যায়; কিন্তু তাঁহার পরাক্রমের গর্জন কে বুঝিতে পারে?


তিনি চিত্তে জ্ঞানবান ও বলে পরাক্রান্ত; তাঁহার প্রতিরোধ করিয়া কে পার পাইয়াছে?


এই সকলেতে ইয়োব পাপ করিলেন না, এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না।


তুমি কি অনুসন্ধান দ্বারা ঈশ্বরকে পাইতে পার? সর্বশক্তিমানের সম্পূর্ণ তত্ত্ব পাইতে পার?


তিনি প্রজ্ঞার গূঢ় তত্ত্ব তোমাকে জ্ঞাত করুন, কারণ বুদ্ধিকৌশল বহুবিধ; জানিও, ঈশ্বর তোমার অপরাধের অনেকটা ছাড়িয়া দেন।


পৃথিবী হইতেও তাহার পরিমাণ দীর্ঘ, সমুদ্র হইতেও তাহার পরিসর অধিক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন