ইয়োব 32:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আমি কহিলাম, বয়সই কথা বলুক, বৎসরের বাহুল্যই প্রজ্ঞা শিক্ষা দিউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আমি বললাম, বয়সই কথা বলুক, বছরের বাহুল্যই প্রজ্ঞা শিক্ষা দিক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আমি ভেবেছিলাম, ‘বয়সই কথা বলুক; পরিণত বছরগুলিই প্রজ্ঞা শিক্ষা দিক।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 আমি মনে করলাম, বয়স্ক ব্যক্তিরাই কথা বলুন, প্রবীণেরাই জ্ঞান দান করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আমি কহিলাম, বয়সই কথা বলুক, বৎসরের বাহুল্যই প্রজ্ঞা শিক্ষা দিউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 আমি নিজের মনে ভেবেছি, ‘বয়স্ক লোকরা আগে কথা বলবে। বয়স্ক লোকরা বহুদিন জীবিত আছেন, তাই তাঁরা বহু বিষয়ে শিক্ষা লাভ করেছেন।’ অধ্যায় দেখুন |