Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 32:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

16 আর কেন অপেক্ষা করিব? উঁহারা ত কিছুই বলেন না, উঁহারা স্থগিত হইলেন, কিছু উত্তর করেন না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আর কেন অপেক্ষা করবো? ওঁরা তো কিছুই বলেন না, ওঁরা নীরব হলেন, কোন জবাব দিলেন না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 আমি কি অপেক্ষা করব, এখন তারা যখন নীরব হয়ে আছেন, এখন তারা যখন সেখানে নিরুত্তর অবস্থায় দাঁড়িয়ে আছেন?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 এঁরা চুপ করে দাঁড়িয়ে আছেন, কোন উত্তর দিচ্ছেন না, কিন্তু এঁরা কথা বলছেন না বলে আমি কি অপেক্ষা করে থাকব?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আর কেন অপেক্ষা করিব? উহাঁরা ত কিছুই বলেন না, উহাঁরা স্থগিত হইলেন, কিছু উত্তর করেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 ইয়োব, এই তিন ব্যক্তি আপনাকে উত্তর দেবে—আমি এমন আশায় প্রতীক্ষা করছিলাম। কিন্তু ওঁরা চুপ করে গেলেন। ওঁরা আপনার সঙ্গে তর্ক বন্ধ করে দিলেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 32:16
6 ক্রস রেফারেন্স  

হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছ। কিন্তু তোমাদের প্রত্যেক জন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হউক,


এই জন্য এমন সময়ে বুদ্ধিমান লোক চুপ করিয়া থাকে, কেননা এ দুঃসময়।


মূর্খও নীরব থাকিলে জ্ঞানবান বলিয়া গণিত হয়; যে ওষ্ঠাধর বদ্ধ রাখে, সে বুদ্ধিমান [বলিয়া গণিত]।


আহা! তোমরা একেবারে নীরব হইয়া থাক, ইহাই তোমাদের প্রজ্ঞা।


উঁহারা ক্ষুব্ধ হইলেন,আর উত্তর করেন না, উঁহাদের বলিবার আর কথা নাই।


আমিও যথাসাধ্য উত্তর করিব, আমিও আপন মত প্রকাশ করিব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন