ইয়োব 31:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তবে আমার স্কন্ধের অস্থি খসিয়া পড়ুক, আমার বাহু সন্ধি হইতে পড়িয়া যাউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তবে আমার কাঁধের অস্থি খসে পড়ুক, আমার বাহু সন্ধি থেকে পড়ে যাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তবে আমার হাত যেন কাঁধ থেকে খসে পড়ে, তা যেন সন্ধি থেকে খুলে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 তাহলে আমার হাত যেন ভেঙ্গে যায়, আমার বাহু যেন কাঁধ থেকে খসে পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তবে আমার স্কন্ধের অস্থি খসিয়া পড়ুক, আমার বাহু সন্ধি হইতে পড়িয়া যাউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আমি যদি কখনও তা করে থাকি, তাহলে আমার বাহু কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে। অধ্যায় দেখুন |