ইয়োব 31:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 যদি তাহার কটি আমাকে আশীর্বাদ না করিয়া থাকে, আমার মেষের লোমে তাহার গাত্র উষ্ণ না হইয়া থাকে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 যদি তার কোমর আমাকে দোয়া না করে থাকে, আমার ভেড়ার লোমে তার শরীর উষ্ণ না হয়ে থাকে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 ও তাদের অন্তর আমাকে আশীর্বাদ করেনি কারণ আমি আমার মেষের লোম দিয়ে তাদের উষ্ণতা দিইনি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 আমি তখনই নিজের মেষপালের পশম দিয়ে জামা তৈরী করিয়ে তাদের পরিয়েছি, আর তারা মন খুলে আমার প্রশস্তি করেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 যদি তাহার কটি আমাকে আশীর্ব্বাদ না করিয়া থাকে, আমার মেষের লোমে তাহার গাত্র উষ্ণ না হইয়া থাকে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 আমি সর্বদাই তাদের বস্ত্র দিয়েছি। ওদের উষ্ণ রাখার জন্য আমার নিজের ভেড়া থেকে আমি পশম দিয়েছি। এবং ওরা ওদের সমস্ত হৃদয় দিয়ে আমায় আশীর্বাদ করেছে। অধ্যায় দেখুন |