ইয়োব 31:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 আমি যদি দরিদ্রদিগকে তাহাদের অভীষ্ট বস্তু হইতে বঞ্চিত করিয়া থাকি, যদি বিধবার নয়ন নিস্তেজ করিয়া থাকি, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আমি যদি দরিদ্রদেরকে তাদের অভীষ্ট বস্তু থেকে বঞ্চিত করে থাকি, যদি বিধবার নয়ন নৈরাশ্যে সজল করে থাকি, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 “আমি যদি দরিদ্রদের বাসনা অস্বীকার করেছি বা বিধবাদের চোখ নিস্তেজ হতে দিয়েছি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 আমি গরীবদের প্রাপ্য কোন কিছু কখনও আটক করে রাখিনি কিম্বা কোন বিধবার আশাভঙ্গ করিনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আমি যদি দরিদ্রদিগকে তাহাদের অভীষ্ট বস্তু হইতে বঞ্চিত করিয়া থাকি, যদি বিধবার নয়ন নিস্তেজ করিয়া থাকি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 “দরিদ্র লোকদের সাহায্য করতে আমি কখনও বিমুখ ছিলাম না। আমি বিধবাদের সাহায্য করতে কখনো অস্বীকার করিনি। অধ্যায় দেখুন |