ইয়োব 30:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তাহারা ঝোপের মধ্যে থাকিয়া হ্রেষারব করে, গোক্ষুরবনে একত্রীভূত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তারা ঝোপের মধ্যে থেকে হ্রেষারব করে, ঝোপ-ঝাড়ে একত্রীভূত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 ঝোপঝাড়ে তারা পশুদের মতো ডাক দিয়ে বেড়াত ও লতাগুল্মের জঙ্গলে গাদাগাদি করে থাকত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 বিজন প্রান্তরে তারা বন্যজন্তুদের মত চীৎকার করত, ঝোপে ঝাড়ে জড়োসড়ো হয়ে শুয়ে থাকত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তাহারা ঝোপের মধ্যে থাকিয়া হ্রেষারব করে, গোক্ষুরবনে একত্রীভূত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তারা মরুভূমির ঝোপঝাড়ে গাধার মত ডাক ছাড়ে এবং কাঁটাঝোপের নীচে গাদাগাদি করে জমা হয়। অধ্যায় দেখুন |