Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 30:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 তাহারা ঝোপের মধ্যে থাকিয়া হ্রেষারব করে, গোক্ষুরবনে একত্রীভূত হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 তারা ঝোপের মধ্যে থেকে হ্রেষারব করে, ঝোপ-ঝাড়ে একত্রীভূত হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 ঝোপঝাড়ে তারা পশুদের মতো ডাক দিয়ে বেড়াত ও লতাগুল্মের জঙ্গলে গাদাগাদি করে থাকত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 বিজন প্রান্তরে তারা বন্যজন্তুদের মত চীৎকার করত, ঝোপে ঝাড়ে জড়োসড়ো হয়ে শুয়ে থাকত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তাহারা ঝোপের মধ্যে থাকিয়া হ্রেষারব করে, গোক্ষুরবনে একত্রীভূত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তারা মরুভূমির ঝোপঝাড়ে গাধার মত ডাক ছাড়ে এবং কাঁটাঝোপের নীচে গাদাগাদি করে জমা হয়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 30:7
6 ক্রস রেফারেন্স  

কিন্তু নিঃসার মনুষ্য জ্ঞানবিহীন, সে জন্মাবধি বনগর্দভের শাবকের তুল্য।


বনগর্দভ ঘাস পাইলে কি চিৎকার করে? গরু জাব পাইলে কি রব করে?


আর সে বন্য গর্দভ স্বরূপ মনুষ্য হইবে; তাহার হস্ত সকলের বিরুদ্ধে ও সকলের হস্ত তাহার বিরুদ্ধে হইবে; সে তাহার সকল ভ্রাতার সম্মুখে বসতি করিবে।


তাহারা উপত্যকার ভয়ানক স্থানে থাকে, ধূলিময় ও পাষাণময় গর্তে বাস করে।


তাহারা মূর্খদের সন্তান, অপদার্থদের সন্তান, তাহারা দেশ হইতে বিতাড়িত হইয়াছে।


আর দেখ, তৎসমুদয় কাঁটাবন হইয়া উঠিয়াছে, বিছুটি তাহার পৃষ্ঠ আচ্ছন্ন করিয়াছে, তাহার প্রস্তরময় প্রাচীর ভগ্ন হইয়াছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন