ইয়োব 30:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 তাহারা মানব সমাজ হইতে বিতাড়িত হয়, যেমন চোরের, তেমনি লোকে তাহাদের পশ্চাতে পশ্চাতে চিৎকার করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তারা মানব সমাজ থেকে বিতাড়িত হয়, যেমন চোরের, তেমনি লোকে তাদের পিছনে পিছনে চিৎকার করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 মানবসমাজ থেকে তারা বিতাড়িত হয়েছিল, লোকজন যেভাবে চোরের পিছনে চিৎকার করে, সেভাবে তাদেরও পিছনেও চিৎকার করত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সমাজ থেকে তারা ছিল বিতাড়িত, লোকে যেমন চোরের পিছনে তাড়া করে তেমনি তাদেরও তাড়া করত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তাহারা মানব-সমাজ হইতে বিতাড়িত হয়, যেমন চোরের, তেমনি লোকে তাহাদের পশ্চাতে পশ্চাতে চীৎকার করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তারা তাদের দল থেকে বিতাড়িত হয়েছে। লোকে এমন ভাবে ওদের দিকে চিৎকার করে যেন ওরা চোর। অধ্যায় দেখুন |