ইয়োব 30:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 আমার বীণার রব হাহাকারে পরিণত, আমার বংশী বিলাপকারীদের রবে পরিণত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 আমার বীণার সুর আজ হাহাকারে পরিণত, আমার বাঁশীর সুরে শোনা যাচ্ছে বিলাপের কান্না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 আমার বীণা শোকের সুর তুলছে, ও আমার বাঁশি হাহাকারের শব্দ করছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 আমার বীণায় আজ বিষাদের সুর বাঁশী থেকে ঝরে শুধু কান্না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আমার বীণার রব হাহাকারে পরিণত, আমার বংশী বিলাপকারীদের রবে পরিণত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 আমার বীণা দুঃখের গান গাইতে শুরু করেছে। আমার বাঁশিও দুঃখের কান্নায় ভরে উঠেছে। অধ্যায় দেখুন |