Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 30:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

28 বিনা রৌদ্রে আমি ম্লান হইয়া বেড়াইতেছি, আমি সমাজে উঠিয়া দাঁড়াই, আর্তনাদ করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 বিনা রৌদ্রে আমি ম্লান হয়ে বেড়াচ্ছি, আমি সমাজে উঠে দাঁড়াই, আর্তনাদ করি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 আমি কলঙ্কিত হয়েছি, কিন্তু সূর্যের দ্বারা নয়; জনসমাবেশে দাঁড়িয়ে আমি সাহায্যের জন্য আর্তনাদ করেছি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 আমি মলিন মুখে ঘুরে বেড়াই কিন্তু সে মলিনতার জন্য সূর্যরশ্মি দায়ী নয়। জনসমাবেশে দাঁড়িয়ে আমি সাহায্য ভিক্ষা করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 বিনা রৌদ্রে আমি ম্লান হইয়া বেড়াইতেছি, আমি সমাজে উঠিয়া দাঁড়াই, আর্ত্তনাদ করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 আমি সব সময়ই দুঃখী এবং বিমর্ষ। আমি মণ্ডলীর মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে সাহায্য চাই।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 30:28
7 ক্রস রেফারেন্স  

কেননা তুমিই আমার দুর্গস্বরূপ ঈশ্বর; কেন আমাকে ত্যাগ করিয়াছ? আমি কেন শত্রুর দৌরাত্ম্যে বিষণ্ন হইয়া বেড়াইতেছি?


আমি আপন শৈলস্বরূপ ঈশ্বরকে বলিব, কেন আমাকে ভুলিয়া গিয়াছ? আমি কেন শত্রুর দৌরাত্ম্যে বিষণ্ন হইয়া বেড়াইতেছি?


আমি কুব্জ হইয়াছি, অত্যন্ত নুইয়া পড়িয়াছি, আমি সমস্ত দিন বিষণ্ণ হইয়া বেড়াইতেছি।


দেখ, আমি অন্যায় প্রযুক্ত ক্রন্দন করি, উত্তর পাই না; আর্তনাদ করি, কিন্তু বিচার হইতেছে না।


আমার বীণার রব হাহাকারে পরিণত, আমার বংশী বিলাপকারীদের রবে পরিণত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন