Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 30:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 [ঈশ্বর] আমাকে পঙ্কে মগ্ন করিয়াছেন, আমি ধুলা ও ভস্মের ন্যায় হইতেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 (আল্লাহ্‌) আমাকে পঙ্কে মগ্ন করেছেন, আমি ধূলা ও ভস্মের মত হচ্ছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 তিনি আমাকে কাদায় ছুঁড়ে ফেলেছেন, ও আমি ধুলো ও ভস্মের মতো হয়ে গিয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 ঈশ্বর আমাকে কাদার মধ্যে ছুঁড়ে ফেলেছেন, আজ আমার দশা ধূলা ও ছাইয়ের মত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 [ঈশ্বর] আমাকে পঙ্কে মগ্ন করিয়াছেন, আমি ধূলা ও ভস্মের ন্যায় হইতেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 ঈশ্বর আমায় কাদায় ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং আমি ধূলা ও ছাই এর মত হয়ে গিয়েছি।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 30:19
7 ক্রস রেফারেন্স  

এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি, ধুলায় ও ভস্মে বসিয়া অনুতাপ করিতেছি।


তথাপি তুমি আমাকে ডোবায় মগ্ন করিবে, আমার নিজের বস্ত্রও আমাকে ঘৃণা করিবে।


অব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন, ধূলি ও ভস্মমাত্র যে আমি, আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি।


তখন তাঁহারা যিরমিয়কে ধরিয়া রক্ষীদের প্রাঙ্গণে স্থিত রাজপুত্র মল্কিয়ের কূপের মধ্যে ফেলিয়া দিল; রজ্জুতে করিয়া যিরমিয়কে নামাইয়া দিল; সেই কূপে জল ছিল না, কিন্তু পঙ্ক ছিল, এবং যিরমিয় পঙ্কে মগ্নপ্রায় হইলেন।


পঙ্ক হইতে আমাকে উদ্ধার কর, ডুবিয়া যাইতে দিও না; বিদ্বেষিগণ হইতে ও গভীর জল হইতে যেন উদ্ধার পাই।


তাহাতে তিনি একখানি খাপরা লইয়া সর্বাঙ্গ ঘর্ষণ করিতে লাগিলেন, আর ভস্মের মধ্যে বসিয়া রহিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন