Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

4 সেই দিন অন্ধকার হউক; ঊর্ধ্ব হইতে ঈশ্বর সেই দিনের তত্ত্ব না করুন, দীপ্তি তাহার উপরে বিরাজমান না হউক;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 সেদিন অন্ধকার হোক; উপর থেকে আল্লাহ্‌ সেই দিনের স্মরণ না করুন, আলো তার উপরে বিরাজমান না হোক;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সেদিনটি—অন্ধকারাচ্ছন্ন হোক; ঊর্ধ্বস্থ ঈশ্বর যেন সেদিনের বিষয়ে চিন্তিত না হন; কোনও আলো যেন তাকে আলোকিত না করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 সেই দিনটি হোক অন্ধকারে আচ্ছন্ন ঈশ্বর যেন সেই দিনটি আর স্মরণ না করেন, আর যেন কখনও আলোকিত না হয় সেই দিন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সেই দিন অন্ধকার হউক; ঊর্দ্ধ হইতে ঈশ্বর সে দিনের তত্ত্ব না করুন, দীপ্তি তাহার উপরে বিরাজমান না হউক;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 সে দিন যেন অন্ধকারে ঢেকে যায়। সেই দিনের কথা ওপরে ঈশ্বর যেন ভুলে যান। সেই দিনে যেন আলো প্রকাশ না হয়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:4
9 ক্রস রেফারেন্স  

পরে পঞ্চম দূত সেই পশুর সিংহাসনের উপরে আপন বাটি ঢালিলেন; তাহাতে তাহার রাজ্য অন্ধকারময় হইল, এবং লোকেরা বেদনা প্রযুক্ত আপন আপন জিহ্বা চর্বণ করিতে লাগিল;


আর অনেক দিন পর্যন্ত সূর্য কি তারা প্রকাশ না পাওয়াতে, এবং ভারী ঝড়ে উৎপাত করাতে, আমাদের রক্ষা পাইবার সমস্ত আশা ক্রমে দূরীভূত হইল।


পরে বেলা ছয় ঘটিকা হইতে নয় ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল।


তোমরা, যাহারা সদাপ্রভুর দিনের আকাঙ্ক্ষা কর; ধিক্‌ তোমাদিগকে! সদাপ্রভুর দিন তোমাদের কি করিবে? তাহা অন্ধকার; আলোক নহে।


সে তিমির ও অন্ধকারের দিন, মেঘের ও ঘোর অন্ধকারের দিন, পর্বতগণের উপরে অরুণের ন্যায় তাহা ব্যাপ্ত হইতেছে। বলবতী এক মহাজাতি; তাহার তুল্য জাতি যুগের আরম্ভ হইতে হয় নাই, এবং তাহার পরে পুরুষানুক্রমে বৎসর-পর্যায়েও হইবে না।


সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোযোগ আছে; বৎসরের আরম্ভ অবধি বৎসরের শেষ পর্যন্ত তাহার প্রতি নিরন্তর তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টি থাকে।


বিলুপ্ত হউক সেই দিন, যে দিন আমার জন্ম হইয়াছিল, সেই রাত্রি, যে রাত্রি বলিয়াছিল, ‘পুত্রসন্তান হইল’।


অন্ধকার ও মৃত্যুচ্ছায়া তাহাকে আবৃত করুক, মেঘ তাহাকে আচ্ছন্ন করুক, যাহা কিছু দিন অন্ধকার করে, তাহা তাহাকে ত্রাসযুক্ত করুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন