ইয়োব 3:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 বিলুপ্ত হউক সেই দিন, যে দিন আমার জন্ম হইয়াছিল, সেই রাত্রি, যে রাত্রি বলিয়াছিল, ‘পুত্রসন্তান হইল’। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ3 “আমার জন্মদিনটি বিলুপ্ত হোক, আর সে রাত যা বলেছিল, ‘একটি ছেলে এসেছে গর্ভে!’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম অভিশপ্ত হোক সেই দিন যে রাতে আমি এসেছিলাম মাতৃজঠরে, সেই রাতও হোক অভিশপ্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 বিলুপ্ত হউক সেই দিন, যে দিন আমার জন্ম হইয়াছিল, সেই রাত্রি, যে রাত্রি বলিয়াছিল, ‘পুত্রসন্তান হইল’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 “যে দিনে আমি জন্মেছিলাম সেদিন চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাক। যে রাত্রি বলে উঠেছিলো, ‘একটি ছেলে গর্ভে এসেছে!’ সে রাত্রি নিশ্চিহ্ন হয়ে যাক। অধ্যায় দেখুন |