ইয়োব 3:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 আমার হাহাকার আমার ভক্ষ্যবৎ হইতেছে, আমার আর্তনাদ জলের ন্যায় ঢালা যাইতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আমার হাহাকার আমার খাবার তুল্য হচ্ছে, আমার আর্তনাদ পানির মত ঢালা যাচ্ছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 কারণ দীর্ঘশ্বাস আমার দৈনিক খাদ্য হয়েছে; আমার গভীর আর্তনাদ জলের মতো ঝরে পড়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 দীর্ঘশ্বাস আমার অন্নস্বরূপ, কান্না আমার কোনদিন থামবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আমার হাহাকার আমার ভক্ষ্যবৎ হইতেছে, আমার আর্ত্তনাদ জলের ন্যায় ঢালা যাইতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 আমার দীর্ঘশ্বাসই আমার খাদ্য। আমার গুমরানি জলের মত গড়িয়ে পড়ে। অধ্যায় দেখুন |