Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

18 তথায় বন্দিগণ নিরাপদে একত্রে থাকে, তাহারা উপদ্রবীর রব আর শুনে না;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 সেখানে বন্দীরা নিরাপদে একত্র থাকে, তারা উপদ্রবকারীর চিৎকার আর শোনে না;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 বন্দিরাও তাদের স্বাচ্ছন্দ্য উপভোগ করে; তারা আর ক্রীতদাস-চালকের চিৎকার শোনে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 বন্দীরা সেখানে শান্তিতে থাকে রক্ষীদের কর্কশ কণ্ঠের আদেশ তাদের পালন করতে আর হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তথায় বন্দিগণ নিরাপদে একত্র থাকে, তাহারা উপদ্রবীর রব আর শুনে না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 এমনকি ক্রীতদাসরাও কবরের মধ্যে সকলে মিলে স্বচ্ছন্দে থাকে। ক্রীতদাস তাড়কদের চিৎকার তারা শুনতে পায় না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:18
7 ক্রস রেফারেন্স  

সে নগরের কলরবকে পরিহাস করে, চালকের শব্দ শুনে না।


আর ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, কেননা তাঁহার নয়শত লৌহরথ ছিল; এবং তিনি বিংশতি বৎসর পর্যন্ত ইস্রায়েলের প্রতি কঠোর দৌরাত্ম্য করিয়াছিলেন।


সেই স্থানে দুষ্টগণ আর উৎপাত করে না, সেই স্থানে শ্রান্তেরা বিশ্রাম পায়;


সেই স্থানে ছোট বড় একই, এবং দাস আপন মনিব হইতে মুক্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন