ইয়োব 3:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 কিম্বা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হইতাম। আলোক-দর্শন অপ্রাপ্ত শিশুর তুল্য হইতাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 কিংবা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হতাম। দিনের আলো দেখে নি এমন শিশুর মত হতাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 অথবা কেন আমাকে জমিতে লুকানো হয়নি অজাত এক শিশুর মতো, এক সদ্যজাত শিশুর মতো যে কখনও দিনের আলো দেখেনি? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 কেন আমি হই নি মৃতজাত শিশুদের মত, যাদের কোনদিন আলোক দর্শন হল না লুকিয়ে ফেলা হল না তাদের মত? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 কিম্বা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হইতাম। আলোক-দর্শন অপ্রাপ্ত শিশুর তুল্য হইতাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 আমি কেন সেই শিশুর মত হলাম না যে জন্মের সময়ই মারা যায় এবং যাকে মাটিতে কবর দেওয়া হয়? যে শিশু দিনের আলো দেখেনি আমি যদি সেই শিশুর মত হতাম! অধ্যায় দেখুন |