Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

16 কিম্বা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হইতাম। আলোক-দর্শন অপ্রাপ্ত শিশুর তুল্য হইতাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 কিংবা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হতাম। দিনের আলো দেখে নি এমন শিশুর মত হতাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 অথবা কেন আমাকে জমিতে লুকানো হয়নি অজাত এক শিশুর মতো, এক সদ্যজাত শিশুর মতো যে কখনও দিনের আলো দেখেনি?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 কেন আমি হই নি মৃতজাত শিশুদের মত, যাদের কোনদিন আলোক দর্শন হল না লুকিয়ে ফেলা হল না তাদের মত?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 কিম্বা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হইতাম। আলোক-দর্শন অপ্রাপ্ত শিশুর তুল্য হইতাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 আমি কেন সেই শিশুর মত হলাম না যে জন্মের সময়ই মারা যায় এবং যাকে মাটিতে কবর দেওয়া হয়? যে শিশু দিনের আলো দেখেনি আমি যদি সেই শিশুর মত হতাম!

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:16
8 ক্রস রেফারেন্স  

দ্রবীভূত শম্বুকের ন্যায় তাহারা গলিয়া যাউক, সূর্য দেখে নাই, অবলার এমন গর্ভস্রাবের ন্যায় হউক।


কোন ব্যক্তি যদি একশত পুত্রের জন্ম দিয়া অনেক বৎসর বাঁচিয়া দীর্ঘজীবী হয়, কিন্তু তাহার প্রাণ যদি মঙ্গলে তৃপ্ত না হয়, এবং তাহার কবরও যদি না হয়, তবে আমি বলি, তাহা হইতে বরং গর্ভস্রাবও ভাল।


সকলের শেষে অকালজাতের ন্যায় যে আমি, আমাকেও দেখা দিলেন।


বা অধিপতিদের সহিত থাকিতাম, যাঁহাদের স্বর্ণ ছিল, যাঁহারা রৌপ্যে স্ব স্ব গৃহ পরিপূর্ণ করিতেন;


সেই স্থানে দুষ্টগণ আর উৎপাত করে না, সেই স্থানে শ্রান্তেরা বিশ্রাম পায়;


আমি অজাতের ন্যায় থাকিতাম, জঠর হইতেই কবরে নীত হইতাম।


তোমাদের স্থালী কণ্টক টের না পাইতে, তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন।


কিন্তু যে অদ্য পর্যন্ত হয় নাই, এবং সূর্যের নিচে কৃত মন্দ কার্য দেখে নাই, তাহার অবস্থা ঐ উভয় হইতেও ভাল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন