Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

12 জানুযুগল কেন আমাকে গ্রহণ করিয়াছিল? স্তনযুগলই বা কেন আমাকে দুগ্ধ দিয়াছিল?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 জানুযুগল কেন আমাকে গ্রহণ করেছিল? স্তনযুগলই বা কেন আমাকে দুধ দিয়েছিল?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 জানুগুলি কেন আমাকে গ্রহণ করল আর স্তনগুলিই বা কেন আমার যত্ন নিল?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 কেন আমার মা আমাকে কোলে তুলে নিয়েছিলেন? কেনই বা আমাকে স্তন্যদান করেছিলেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 জানুযুগল কেন আমাকে গ্রহণ করিয়াছিল? স্তনযুগই বা কেন আমাকে দুগ্ধ দিয়াছিল?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 কেন আমার মা আমাকে নির্বিঘ্নে জন্ম দিয়েছিলেন? আমার মায়ের স্তন কেন আমায় দুধ পান করিয়েছিলো?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:12
6 ক্রস রেফারেন্স  

কারণ সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তাহার দিকে নদীর ন্যায় শান্তি ও উত্থলিত বন্যার ন্যায় জাতিগণের প্রতাপ বহাইব, তাহাতে তোমরা স্তন্য পান করিবে, কক্ষদেশে করিয়া তোমাদিগকে বহন করা যাইবে, হাঁটুর উপরে নাচান যাইবে।


তখন রাহেল কহিলেন, দেখ, আমার দাসী বিল্‌হা আছে, উহার কাছে গমন কর; যেন সে পুত্র প্রসব করিয়া আমার কোলে দেয়, এবং উহার দ্বারা আমিও পুত্রবতী হই।


যোষেফ ইফ্রয়িমের পৌত্র পর্যন্ত দেখিলেন; মনঃশির মাখীর নামক পুত্রের শিশু সন্তানেরাও যোষেফের ক্রোড়ে ভূমিষ্ঠ হইল।


আমি কেন গর্ভে মরি নাই? উদর হইতে পড়িবামাত্র কেন প্রাণত্যাগ করি নাই?


তাহা হইলে এখন শয়ন করিয়া বিশ্রাম করিতাম, নিদ্রিত হইতাম, শান্তি পাইতাম;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন