Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 কেননা সে মম জননীর জঠরের কবাট বদ্ধ করে নাই, আমার চক্ষু হইতে কষ্ট গুপ্ত রাখে নাই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 কেননা সে আমার জননীর জঠরের কবাট বন্ধ করে নি, আমার চোখ থেকে কষ্ট গুপ্ত রাখে নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 কারণ আমার দু-চোখ থেকে কষ্ট লুকাতে তারা আমার জন্য গর্ভের দুয়ার বন্ধ করেনি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 কেননা সে রাত আমার জননীর গর্ভ রুদ্ধ না করে আমাকে ঠেলে দিয়েছে দুঃখ ও সঙ্কটের মাঝে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 কেননা সে মম জননীর জঠরের কবাট বদ্ধ করে নাই আমার চক্ষু হইতে কষ্ট গুপ্ত রাখে নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 কেন? কারণ সেই রাত্রি আমাকে জন্মাতে বাধা দেয় নি। সেই রাত্রি এইসব সমস্যা দেখা থেকে আমাকে বিরত করে নি।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:10
12 ক্রস রেফারেন্স  

তিনি কেন আমাকে গর্ভের মধ্যে মারিয়া ফেলিলেন না? তাহা হইলে আমার জননী আমার কবর হইতেন, তাঁহার গর্ভ নিত্য বড় থাকিত।


অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর কর, শরীর হইতে দুঃখ অপসারণ কর, কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয়কাল অসার।


আজিও আমার বিলাপ তীব্র; আমার কাতরতা হইতে আমার পীড়া ভারী,


আমার প্রাণ জীবনে ক্লান্ত হইয়াছে; আমি আপন দুঃখের কথা মুক্তকণ্ঠে বলিব, আমি প্রাণের তিক্ততায় কথা বলিব।


কিন্তু হান্নাকে দ্বিগুণ অংশ দিতেন; কেননা তিনি হান্নাকে ভালবাসিতেন, কিন্তু সদাপ্রভু হান্নার গর্ভ রুদ্ধ করিয়াছিলেন।


পরে সদাপ্রভু লেয়াকে অবজ্ঞাতা দেখিয়া তাঁহার গর্ভ মুক্ত করিলেন, কিন্তু রাহেল বন্ধ্যা হইলেন।


কেননা অব্রাহামের স্ত্রী সারার নিমিত্ত সদাপ্রভু অবীমেলকের গৃহে সমস্ত গর্ভ রোধ করিয়াছিলেন।


তাহার সান্ধ্য নক্ষত্র সকল অন্ধকার হউক, সে যেন দীপ্তির অপেক্ষায় থাকিলেও দীপ্তি না পায়, সে যেন ঊষার চক্ষুর পাতা দেখিতে না পায়।


আমি কেন গর্ভে মরি নাই? উদর হইতে পড়িবামাত্র কেন প্রাণত্যাগ করি নাই?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন