ইয়োব 29:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আমি উত্তম অবস্থায় ছিলাম, ঈশ্বরের গুঢ় মন্ত্রণা আমার তাম্বুর উপরে থাকিত; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমি উত্তম অবস্থায় ছিলাম, আল্লাহ্র গুঢ় মন্ত্রণা আমার তাঁবুর উপরে থাকতো; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আহা সেই দিনগুলি, যখন আমি উন্নতির শিখরে ছিলাম, ঈশ্বরের অন্তরঙ্গ বন্ধুত্ব আমার বাড়িকে আশীর্বাদ করেছিল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তখন আমি সমৃদ্ধির শিখরে, ঈশ্বরের প্রসন্নভাব বিরাজ করত আমার আবাসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমি উত্তম অবস্থায় ছিলাম, ঈশ্বরের গূঢ় মন্ত্রণা আমার তাম্বুর উপরে থাকিত; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 যে দিনগুলিতে আমি সফলকাম হয়েছিলাম, এবং ঈশ্বর আমার সঙ্গে ছিলেন, আমি সেই দিনগুলির আশায় থাকি। সেই দিনগুলিতে ঈশ্বর আমার গৃহকে আশীর্বাদ করেছিলেন। অধ্যায় দেখুন |