ইয়োব 29:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 আমার কথার পরে তাহারা আর কথা বলিত না; মম বাক্য তাহাদের উপরে ফোটা ফোটা পড়িত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আমার কথার পরে তারা আর কথা বলতো না; আমার কালাম তাদের উপরে বিন্দু বিন্দু ঝরত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 আমি কথা বলার পর, তারা আর কিছুই বলত না; আমার কথাবার্তা মৃদুভাবে তাদের কানে গিয়ে পড়ত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 আমার কথার পর, তাদের বলার কিছুই থাকত না আমার বাক্য বৃষ্টিবিন্দুর মত তাদের অন্তরে বর্ষিত হত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আমার কথার পরে তাহারা আর কথা বলিত না; মম বাক্য তাহাদের উপরে ফোটা ফোটা পড়িত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যারা আমার কথা শুনত, আমার বলা শেষ হওয়ার পর তাদের আর কিছুই বলার থাকতো না। আমার কথা সুন্দর ভাবে তাদের কানে প্রবেশ করতো। অধ্যায় দেখুন |