ইয়োব 29:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আহা! যদি আমি সেই রূপ থাকিতাম, যেমন পূর্বকার মাসপর্যায়ে ছিলাম! যেমন পূর্বকার দিনপর্যায়ে ছিলাম, যখন ঈশ্বর আমাকে চৌকি দিতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আহা! যদি আমি তেমনি থাকতাম, যেমন আগের মাসগুলোতে ছিলাম! যেমন আগের দিনগুলোতে ছিলাম, যখন আল্লাহ্ আমাকে প্রহরা দিতেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “পার হয়ে যাওয়া মাসগুলির জন্য আমি কতই না আকাঙ্ক্ষিত, সেই দিনগুলির জন্যও আকাঙ্ক্ষিত, যখন ঈশ্বর আমার উপরে লক্ষ্য রাখতেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 হায়, আমি যদি পুরাণো দিনগুলিতে ফিরে যেতে পারতাম, যখন ঈশ্বর আমার উপর দৃষ্টি রাখতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আহা! যদি আমি সেইরূপ থাকিতাম, যেমন পূর্ব্বকার মাসপর্য্যায়ে ছিলাম! যেমন পূর্ব্বকার দিনপর্য্যায়ে ছিলাম, যখন ঈশ্বর আমাকে চৌকি দিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “কয়েক মাস আগে আমার জীবন যেমন ছিলো, আমার জীবন তেমন হোক্ এই আশা করি। সেই সময় ঈশ্বর আমার ওপর নজর রাখতেন, আমার বিষয়ে তিনি যত্ন নিতেন। অধ্যায় দেখুন |