ইয়োব 29:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 জলের ধারে আমার মূল বিস্তৃত হয়, সমস্ত রাত্রি আমার শাখায় শিশির থাকে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 পানির ধারে আমার মূল বিস্তৃত হয়, সমস্ত রাত আমার শাখায় শিশির থাকে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আমার মূল জলের কাছে গিয়ে পৌঁছাবে, ও আমার শাখাপ্রশাখায় গোটা রাত শিশির পড়বে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 আমি ছিলাম এক সরস বৃক্ষের মত যার মূল জলস্রোত পর্যন্ত বিস্তৃত। যার শাখাপ্রশাখা সর্বদা শিশির সঞ্চিত থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 জলের ধারে আমার মূল বিস্তৃত হয়, সমস্ত রাত্রি আমার শাখায় শিশির থাকে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 আমি ভেবেছি আমি সেই বৃক্ষের মত স্বাস্থ্যবান ও প্রাণবন্ত হব যে গাছের শিকড়ে প্রচুর জল আছে এবং যার শাখাপ্রশাখা শিশিরে সিক্ত হয়ে থাকে। অধ্যায় দেখুন |