ইয়োব 28:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 সেই পথ চিলের অজ্ঞাত, তাহা শকুনির চক্ষুর অগোচর; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 সেই পথ চিলের অজ্ঞাত, তা শকুনীর চোখের অগোচর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 কোনও শিকারি পাখি সেই গুপ্ত পথ চেনে না, কোনও বাজপাখির চোখ তা দেখেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 সেই খনির পথ চিলের অজানা শকুনের দৃষ্টির অগোচরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সেই পথ চিলের অজ্ঞাত, তাহা শকুনির চক্ষুর অগোচর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 বুনো পাখিরা মাটির নীচের পথ সম্পর্কে কিছুই জানে না। কোন শকুন সেই অন্ধকার পথ দেখে নি। অধ্যায় দেখুন |