Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 28:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 সেই পথ চিলের অজ্ঞাত, তাহা শকুনির চক্ষুর অগোচর;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 সেই পথ চিলের অজ্ঞাত, তা শকুনীর চোখের অগোচর;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 কোনও শিকারি পাখি সেই গুপ্ত পথ চেনে না, কোনও বাজপাখির চোখ তা দেখেনি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 সেই খনির পথ চিলের অজানা শকুনের দৃষ্টির অগোচরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 সেই পথ চিলের অজ্ঞাত, তাহা শকুনির চক্ষুর অগোচর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 বুনো পাখিরা মাটির নীচের পথ সম্পর্কে কিছুই জানে না। কোন শকুন সেই অন্ধকার পথ দেখে নি।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 28:7
7 ক্রস রেফারেন্স  

তিনি প্রজ্ঞার গূঢ় তত্ত্ব তোমাকে জ্ঞাত করুন, কারণ বুদ্ধিকৌশল বহুবিধ; জানিও, ঈশ্বর তোমার অপরাধের অনেকটা ছাড়িয়া দেন।


আহা! ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ! তাঁহার বিচার সকল কেমন বোধাতীত! তাঁহার পথ সকল কেমন অননুসন্ধেয়!


কোন্‌ পথ দিয়া দীপ্তি বিভক্ত হইয়া যায়, ও পূর্বীয় বায়ু ভুবনময় ব্যাপ্ত হয়?


দীপ্তির নিবাসে যাইবার পথ কোথায়? অন্ধকারেরই বা বাসস্থান কোথায়?


তাহার প্রস্তর নীলকান্ত মণির জন্মস্থান, তাহার ধূলি সুবর্ণসম্বলিত।


দর্পী পশুগণ তাহা দলিত করে নাই, কেশরী তথায় পদার্পণ করে নাই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন