Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 28:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 মৃত্তিকা হইতে শস্যের উৎপত্তি হয়, তাহার অধোভাগ যেন অগ্নি দ্বারা লণ্ডভণ্ড হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 মাটি থেকে শস্যের উৎপত্তি হয়, তার নিম্নভাগ যেন আগুন দ্বারা লণ্ডভণ্ড হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 যে মাটি থেকে খাদ্য উৎপন্ন হয়, তার তলদেশ আগুন দ্বারা রূপান্তরিত হয়ে যায়;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5-6 তুমি থেকে উৎপন্ন হয় খাদ্য, কিন্তু সেই একই ভূমিগর্ভে মানুষ আগুন দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে তুলে আনে পাথরের মধ্যে থেকে নীলকান্ত মণি, সেখানে ধূলার সঙ্গে মিশে আছে সোনা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 মৃত্তিকা হইতে শস্যের উৎপত্তি হয়, তাহার অধোভাগ যেন অগ্নি দ্বারা লণ্ডভণ্ড হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 মাটির ওপরে ফসল ফলে, কিন্তু মাটির তলা সম্পূর্ণ অন্যরকম, সব কিছুই যেন আগুনের দ্বারা গলিত হয়ে রয়েছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 28:5
7 ক্রস রেফারেন্স  

ঈশ্বর আরও কহিলেন, দেখ, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক ওষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে।


তাহারা বাসস্থান ছাড়িয়া আকর খনন করে, [মনুষ্যের] চরণ তাহাদিগকে ভুলিয়া যায়, তাহারা মনুষ্যদের হইতে দূরে ঝুলিতে ও দুলিতে থাকে;


তাহার প্রস্তর নীলকান্ত মণির জন্মস্থান, তাহার ধূলি সুবর্ণসম্বলিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন