ইয়োব 28:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তাহারা বাসস্থান ছাড়িয়া আকর খনন করে, [মনুষ্যের] চরণ তাহাদিগকে ভুলিয়া যায়, তাহারা মনুষ্যদের হইতে দূরে ঝুলিতে ও দুলিতে থাকে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তারা বাসস্থান ছেড়ে খনি খনন করে, মানুষের চরণ তাদেরকে ভুলে যায়, তারা মানুষ থেকে দূরে ঝুলতে থাকে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 লোকালয় থেকে বহুদূরে অবস্থিত এমন স্থানে তারা খাদ কাটে, যেখানে মানুষের পদচিহ্ন পড়েনি; অন্যান্য মানুষজনের কাছ থেকে দূরে সরে গিয়ে তারা দুলতে ও ঝুলতে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 লোকালয় থেকে বহুদূরে মানুষের চরণচিহ্ন যেখানে পড়ে না সেখানে মানুষ গিয়ে খনিপত্তন করে, নির্জন গহ্বরে দড়ি আঁকড়ে ধরে তারা কাজ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহারা বাসস্থান ছাড়িয়া আকর খনন করে, [মানুষের] চরণ তাহাদিগকে ভুলিয়া যায়, তাহারা মনুষ্যদের হইতে দূরে ঝুলিতে ও দুলিতে থাকে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 খনি-দণ্ডের ওপর কাজ করবার সময় খনির কর্মীরা গভীর পর্যন্ত মাটি খোঁড়ে। মানুষ যেখানে বাস করে তারা তার চেয়েও অনেক গভীর পর্যন্ত খোঁড়ে, এমন গভীরে যেখানে লোক আগে কখনও যায় নি। তারা দড়িতে অনেক অনেক গভীর পর্যন্ত ঝুলতে থাকে। অধ্যায় দেখুন |