ইয়োব 28:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 মনুষ্য অন্ধকার নিঃশেষিত করে, অন্ধকারে ও মৃত্যুচ্ছায়াতে যে সকল পাথর আছে, সে প্রান্ত পর্যন্ত সেই সকল অনুসন্ধান করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 মানুষ অন্ধকার ভেদ করে, অন্ধকার ও মৃত্যুচ্ছায়াতে যেসব পাথর আছে, সে প্রান্ত পর্যন্ত গিয়ে মূল্যবান পাথর অনুসন্ধান করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 নশ্বর মানুষ অন্ধকার নিকাশ করে; তারা সবচেয়ে অন্ধকারে থাকা আকরিক পাওয়ার জন্য সর্বাধিক দূরবর্তী গর্তের খোঁজ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 ভূগর্ভের গভীর অন্ধকার ভেদ করে, মানুষ খনিজ সম্পদ অনুসন্ধান করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 মনুষ্য অন্ধকার নিঃশেষিত করে, অন্ধকারে ও মৃত্যুচ্ছায়াতে যে সকল পাথর আছে, সে প্রান্ত পর্য্যন্ত সে সকল অনুসন্ধান করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 কর্মীরা গুহার মধ্যে আলো নিয়ে যায়। ওরা গুহার গভীরে অন্বেষণ করে। গভীর অন্ধকারে ওরা পাথর খোঁজে। অধ্যায় দেখুন |