ইয়োব 28:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 বিনাশ ও মৃত্যু বলে, আমরা স্বকর্ণে তাহার কীর্তি শুনিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 বিনাশ ও মৃত্যু বলে, আমরা স্বকর্ণে তার কীর্তি শুনেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 বিনাশ ও মৃত্যু বলে, “আমাদের কানে শুধু এক গুজব পৌঁছেছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 ধ্বংস ও মৃত্যু বলে, ‘আমরা তার কথা কানে শুনেছি মাত্র।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 বিনাশ ও মৃত্যু বলে, আমরা স্বকর্ণে তাহার কীর্ত্তি শুনিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 মৃত্যু ও ধ্বংস বলে, ‘আমরা প্রজ্ঞাকে খুঁজে পাই নি। আমরা শুধু তার সম্পর্কে গুঞ্জন শুনেছি।’ অধ্যায় দেখুন |