Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 28:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

22 বিনাশ ও মৃত্যু বলে, আমরা স্বকর্ণে তাহার কীর্তি শুনিয়াছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 বিনাশ ও মৃত্যু বলে, আমরা স্বকর্ণে তার কীর্তি শুনেছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 বিনাশ ও মৃত্যু বলে, “আমাদের কানে শুধু এক গুজব পৌঁছেছে।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 ধ্বংস ও মৃত্যু বলে, ‘আমরা তার কথা কানে শুনেছি মাত্র।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 বিনাশ ও মৃত্যু বলে, আমরা স্বকর্ণে তাহার কীর্ত্তি শুনিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 মৃত্যু ও ধ্বংস বলে, ‘আমরা প্রজ্ঞাকে খুঁজে পাই নি। আমরা শুধু তার সম্পর্কে গুঞ্জন শুনেছি।’

অধ্যায় দেখুন কপি




ইয়োব 28:22
6 ক্রস রেফারেন্স  

তাঁহার সম্মুখে পাতাল অনাবৃত, বিনাশ স্থান অনাচ্ছাদিত।


জলধি বলে, তাহা আমাতে নাই; সমুদ্র বলে, তাহা আমার কাছে নাই।


ঐ পঙ্গপালের রাজা অগাধলোকের দূত, তাহার নাম ইব্রীয় ভাষায় আবদ্দোন, ও গ্রীক ভাষায় তাহার নাম আপল্লুয়োন [বিনাশক]।


তাহা সমস্ত সজীব প্রাণীর চক্ষু হইতে গুপ্ত, তাহা আকাশের পক্ষীর অদৃশ্য।


অতএব বৎসগণ, এখন আমার কথা শুন; কেননা তাহারা ধন্য, যাহারা আমার পথে চলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন