ইয়োব 28:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 ধূলি হইতে লৌহ উদ্ধৃত হয়, গলিত প্রস্তর হইতে পিত্তল পাওয়া যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 ধূলি থেকে লোহা সংগৃহীত হয়, গলিত পাথর থেকে ব্রোঞ্জ পাওয়া যায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 ভূগর্ভ থেকে লোহা উত্তোলন করা হয়, ও আকরিক থেকে তামা বিগলিত করা হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 ভূগর্ভ থেকে লোহা উত্তোলন করা হয়, খনি থেকে তামা পাওয়া যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 ধূলি হইতে লৌহ উদ্ধৃত হয়, গলিত প্রস্তর হইতে পিত্তল পাওয়া যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 মানুষ মাটি খুঁড়ে লোহা তোলে। পাথর গলিয়ে তামা নিষ্কাসন করে। অধ্যায় দেখুন |