ইয়োব 28:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 তাহার কাছে প্রবাল ও স্ফটিকের নাম করা যায় না, পদ্মরাগমণির মূল্য অপেক্ষাও প্রজ্ঞার মূল্য অধিক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তার কাছে প্রবাল ও স্ফটিকের নাম করা যায় না, পদ্মরাগমণির মূল্যের চেয়েও প্রজ্ঞার মূল্য বেশী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 প্রবাল ও জ্যাসপারের কথাই ওঠে না; প্রজ্ঞার মূল্য পদ্মরাগমণির চেয়েও বেশি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 প্রবাল বা স্ফটিকের কথাই ওঠে না, পদ্মরাগ মণির চেয়ে প্রজ্ঞা মূল্যবান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তাহার কাছে প্রবাল ও স্ফটিকের নাম করা যায় না, পদ্মরাগমণির মূল্য অপেক্ষাও প্রজ্ঞার মূল্য অধিক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 প্রবাল বা মণির চেয়েও প্রজ্ঞা মূল্যবান। মুক্তোর থেকেও প্রজ্ঞা মূল্যবান। অধ্যায় দেখুন |