ইয়োব 28:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 জলধি বলে, তাহা আমাতে নাই; সমুদ্র বলে, তাহা আমার কাছে নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 জলধি বলে, তা আমাতে নেই; সমুদ্র বলে, তা আমার কাছে নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 অগাধ জলরাশি বলে, “আমাতে তা নেই” সমুদ্র বলে, “আমার কাছেও তা নেই।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 সাগর বলে, ‘আমার কাছে প্রজ্ঞা নেই’, মহাসমুদ্র বলে, ‘আমার মাঝেও নেই।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 জলধি বলে, তাহা আমাতে নাই; সমুদ্র বলে, তাহা আমার কাছে নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 গভীর মহাসমুদ্র বলে, ‘আমার কাছে প্রজ্ঞা নেই।’ সমুদ্র বলে, ‘আমার কাছে প্রজ্ঞা নেই।’ অধ্যায় দেখুন |