Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 28:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 সে শৈলের মধ্যে স্থানে স্থানে খাল কাটে, তাহার চক্ষু সর্বপ্রকার মণি দর্শন করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 সে শৈলের মধ্যে স্থানে স্থানে সুরঙ্গ কাটে, তার চোখ সমস্ত রকম মণি দর্শন করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তারা পাষাণ-পাথর খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে; সেখানকার সব মণিরত্ন তাদের চোখে পড়ে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 সে পাহাড় খুঁড়ে সুড়ঙ্গ তৈরী করে, বহুমূল্য মণি-মাণিক্য আবিষ্কার করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 সে শৈলের মধ্যে স্থানে স্থানে খাল কাটে, তাহার চক্ষু সর্ব্বপ্রকার মণি দর্শন করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 শ্রমিকরা পাথর কেটে সুড়ঙ্গ তৈরী করে। তারা সব রকমের দামী পাথর দেখতে পায়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 28:10
5 ক্রস রেফারেন্স  

তোমার ধনুক একেবারে অনাবৃত, বাক্যমূলক দণ্ড সকল শপথ দ্বারা স্থিরীকৃত। [সেলা] তুমি ভূতলকে বিদীর্ণ করিয়া নদ-নদীময় করিলে।


জ্ঞান দ্বারা কুঠরি সকল পরিপূর্ণ হয়, বহুমূল্য ও মনোরম্য সমস্ত দ্রব্যে।


সমস্ত পরিশ্রমেই সংস্থান হয়, কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে।


মনুষ্য দৃঢ় শৈলে হস্তক্ষেপ করে, পর্বতদিগকে সমূলে উল্টাইয়া ফেলে।


সে নদীর জলক্ষরণ বদ্ধ করে, যাহা গুপ্ত আছে, তাহা সে দীপ্তিতে আনে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন