ইয়োব 27:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আমার শত্রু দুর্জনের তুল্য হউক, যে আমার বিরুদ্ধে উঠে, সে অন্যায়কারীর সমান হউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আমার দুশমন দুর্জনের মত হোক, যে আমার বিরুদ্ধে উঠে, সে অন্যায়কারীর সমান হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 “আমার শত্রু দুষ্টের মতো হোক, আমার বিপক্ষ অধার্মিকের মতো হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 দুষ্ট ও অধার্মিকের যে দুর্গতি, যে আমার শত্রু ও আমার বিপক্ষ, তার উপর নেমে আসুক সেই দুর্গতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আমার শত্রু দুর্জ্জনের তুল্য হউক, যে আমার বিরুদ্ধে উঠে, সে অন্যায়ীর সমান হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 আমার শত্রু যেন একজন মন্দ ব্যক্তির মত ব্যবহার পায়। যে ব্যক্তি আমার বিরুদ্ধে মাথা তুলবে সে যেন একজন মন্দ ব্যক্তির মত ব্যবহার পায়। অধ্যায় দেখুন |