ইয়োব 27:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 পূর্বীয় বায়ু তাহাকে তুলিয়া লয়, সে চলিয়া যায়, তাহা স্বস্থান হইতে তাহাকে দূরে নিক্ষেপ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 পূর্বীয় বায়ূ তাকে তুলে নেয়, সে চলে যায়, তা স্বস্থান থেকে তাকে দূরে নিক্ষেপ করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 পূর্বীয় বাতাস তাকে তুলে নিয়ে যায়, ও সে সর্বস্বান্ত হয়; সেই বাতাস তাকে স্বস্থান থেকে উড়িয়ে দেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 পূবালী ঝড় তাকে তার স্থান থেকে উড়িয়ে নিয়ে যায়, দূরে নিক্ষেপ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 পূর্ব্বীয় বায়ু তাহাকে তুলিয়া লয়, সে চলিয়া যায়, তাহা স্বস্থান হইতে তাহাকে দূরে নিক্ষেপ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 পূবের বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাবে এবং সে চলে যাবে। একটা ঝড় তাকে তার জায়গা থেকে উড়িয়ে নিয়ে যাবে। অধ্যায় দেখুন |